রফিকুল আলম : (২১/০১/১৯)ঃ মেহেরপুর গাংনী থানা পুলিশ অভিযান চালিয়ে দুই মাদক কারবারীকে আটক করেছে। এদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১২২ পিস ইয়াবা। রোববার রাতে সীমান্ত এলাকা দেবীপুর থেকে গাংনী থানা পুলিশের একটি টীম তাদেরকে আটক করে।
এরা হচ্ছে দেবীপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে কাদেরী কিবরিয়া(২৫) ও ঝোড়াঘাট গ্রামের ফজলুল হকের ছেলে রাকিবুল(২৪)।
গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, সীমান্ত এলাকা থেকে মাদক নিয়ে কয়েকজন বামন্দি বাজারের দিকে আসছে মর্মে সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় কাদেরী কিবরিয়া ও রাকিবুলের দেহ তল্লাশী করে ১২২ পিস ইয়াবা পাওয়া গেলে তাদেরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা রুজু করে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।