( মেহেরপুর প্রতিনিধি রফিকুল আলম): মেহেরপুর জেলার গাংনীর এসএম প্লাজা মার্কেটের সামনে থেকে সিনজেন্টা কোম্পানীর সেলস প্রমোশন অফিসার (এসপিও) সাইদুর রহমানের মটরসাইকেল চুরি হয়েছে । গতকাল সোমবার রাত আটটার দিকে সাইদুর রহমান তার হিরোহোন্ডা প্রো মটরসাইকেল যার নং (ঢাকা মেট্রো-হ- ৫৩৪৬১১) এসএম প্লাজা মার্কেটের সামনে রেখে মার্কেটের ভিতর কাপড়ের দোকানে কেনা কাটা করতে যায়। কিছুক্ষণ পর ফিরে এসে তার মটরসাইকেলটি আর দেখতে পাননি। তবে মার্কেটের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে চোর গ্রুপের দুই জন সদস্য দেখা গেছে। এদের মধ্যে একজন চোর স্ট্যান্ড করে রাখা মটরসাইকেলের সিটের উপর বসে মোবাইল ফোনে কথা বলছেন। কয়েক মিনিট পরেই মটরসাইকেলের হ্যান্ডেলের সাথে রাখা হেলমেট পরে মটরসাইকেলে কিক মেরে স্টার্ট করেই পালিয়ে যায় চোর । পরে তার অপর সঙ্গীকে ক্যামেরার ফুটেজে আর দেখা যায়নি।
মটরসাইকেল মালিক সিনজেনটার এসপিও সাইদুর রহমান জানান, এ বিষয়ে গাংনী থানায় একটি চুরির মামলা দেয়া হয়েছে।