মেহেরপুরে জাল টাকা রাখার অপরাধে একজনের ৭ বছরের জেল

মেহেরপুরে জাল টাকা

( মেহেরপুর থেকে রফিকুল আলম) :  গত কাল বৃহস্পতিবার বিকালে মেহেরপুর স্পেশাল ট্রাইবুনাল ৪র্থ আদালতের বিচারক  আক্তার হোসেন নামের এক ব্যাক্তিকে জাল  টাকা  রাখার অভিযোগ প্রমানিত হওয়ায়  তাকে স্বাগত ৭ বছর সশ্রম কারাদন্ড অনাদায়ে আরও ৩ মাসের জেল দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত আক্তার হোসেন মেহেরপুর জেলার গাংনী উপজেলার হেমায়েতপুর গ্রামের আক্কাচ আলীর ছেলে।  মামলার বিবরনে জানা গেছে ২০১০ সালের ৯ জুন ডিবি পুলিশের একটি দল আক্তার হোসেনকে আটক করে ।তার কাছ থেকে ৮ টি ৫০০ টাকার নোট উদ্ধার করে । এ ঘটনায় গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং ৬। জিআরকেস নং ২৭২/১০ স্পেশাল ট্যাইবুনালে কেস নং ২২/১১। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে চার্জশীট দাখিল করেন । মামলায় মোট ৭ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন । মসমলায় রাস্ট্র পক্ষে এ্যাড এম এম রুস্তম আলী ও আসামী পক্ষে এ্যাড মিয়াজান আলী কৌশলী ছিলেন।

 

Post a Comment

Previous Post Next Post