মিয়া পারভেজ আলম মোল্লাহাট প্রতিনিধি: উপজেলার প্রাণকেন্দ্র মোল্লাহাট বাজারে ভয়াবহ আগুনে পুড়ে ভষ্ম হয়েছে তিন দোকান। এছাড়া একটি দোকানের আংশিক ক্ষতি হয়েছে। গত সোমবার দিনগত রাত অনুমান ১টা হতে ২টা পর্যন্ত অন্তত ঘন্টাব্যাপি এ অগ্নিকান্ডে প্রায় পঞ্চাশ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। খবর পেয়ে গোপালগঞ্জ ও টুঙ্গীপাড়া ফায়ার সার্ভিস দ্রুত ঘটনা স’লে পৌছে আগুন নেভাতে সক্ষম হয়। ক্ষতিগ্রস’ দোকান মালিক ও প্রত্যক্ষ দর্শীরা জানায়-এ অগ্নিকান্ডে মোল্লাহাট বাজার চৌরঙ্গী মোড়ের আবুল লস্করের হার্ডওয়ারের দোকান ভষ্মিভূত হয়ে অন্তত ১৫লক্ষ টাকা, শহিদ শিকদারের মুদি দোকান ভষ্মিভূত হয়ে ৫লক্ষাধিক টাকা ও মিলন শরীফের মুদি দোকান ভষ্মিভূত হয়ে ১০ লক্ষাধিক টাকা ও মিতুল সরকারের মুদি দোকানের আংশিক ক্ষয়-ক্ষতি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা আরো জানায়-আগুনের সুত্রপাত আবুল লস্করের হার্ডওয়ারের দোকান থেকে হযেছে, তবে এর কারন জানা যায় নি।
এখবর পেয়ে জাতির জনকের ভ্রাতুষ্পুত্র জননেতা সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের একমাত্র পুত্র শেখ সারহান নাসের তন্ময় টুঙ্গিপাড়া থেকে ওই রাতেই দুর্ঘটনা স’লে ছুটে আসেন এবং ক্ষতি গ্রস’দের সান্তনা দেন।