মাদক ও মানি লন্ডারিং মামলায় গ্রেপ্তার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সোহেল রানা বিশ্বাস। ছবি: কেবিডিনিউজ
মাদক ও মানি লন্ডারিং মামলায় গ্রেপ্তার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সোহেল রানা বিশ্বাসকে (৪২) শনিবার সন্ধ্যা ৭টায় কিশোরগঞ্জ আদালতে আনা হয়। ভৈরব রেলওয়ে থানার পুলিশ তাকে আদালতে প্রেরণ করে। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুন নূর তাকে সিডব্লিউমূলে জেলা কারাগারে প্রেরণের আদেশ দেন।
তার বাড়ি ময়মনসিংহ জেলা শহরের আর কে মিশন রোডে। তার বিরুদ্ধে এসআই আশরাফউদ্দিন ভুঁইয়া বাদী হয়ে ভৈরব রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে পৃথক দুটি মামলা দায়ের করেন।
শুক্রবার দুপুর পৌনে একটার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনে দণ্ডায়মান চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের একটি কামরা থেকে ১২ বোতল ফেন্সিডিল, নগদ ৪৪ লাখ ৪৩ হাজার টাকা, বিভিন্ন নামে ১ কোটি ৩০ লাখ টাকার চেক, ও ২ কোটি ৫০ লাখ টাকার এফডিআরের নথিসহ জেলার সোহেল রানা বিশ্বাসকে আটক করে ভৈরব রেলওয়ে থানার পুলিশ।
আদালতে মাদক আইনে দায়েরকৃত মামলায় তাকে সাত দিনের রিমান্ড মঞ্জুরের আবেদন করা হয়। সোমবার রিমান্ড শুনানির দিন ধার্য করা হয়েছে বলে আদালত সূত্রে জানা যায়।