Kbdnews: (০২-০৯-১৮) মেহেরপুরের তিন উপজেলার বিভিন্নস’ানে বিশেষ অভিযান চালিয়ে ছয়টি হাতবোমা উদ্ধারসহ আদালতের পরোয়ানাভুক্ত ১২ আসামিকে আটক করেছে পুলিশ।শনিবার দিবাগত রাতে সদর উপজেলার বন্দর গ্রামে পরিত্যক্ত অবস’ায় চারটি ও গতকাল রোববার ভোরে গাংনী উপজেলার তেরাইল-জোড়পুকুরিয়া ডিগ্রি কলেজের নির্মাণাধীন ভবনের সামনে থেকে দুইটি হাত বোমা উদ্ধার করা হয়েছে। গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল তেরাইল ডিগ্রি কলেজের নির্মাণাধীন ভবনের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় দু’টি ও মেহেরপুর সদর উপজেলার বন্দর গ্রামে পরিত্যক্ত অবস্থায় সদর থানা পুলিশ চারটি হাত বোমা উদ্ধার করে। এদিকে মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর উপজেলার বিভিন্নস্থানে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত ১২ আসামিকে আটক করা হয়েছে।