Kbdnews : (১২-০৯-১৮) হেরোইন রাখার অভিযোগ প্রমানিত হওয়ার শরিয়ত নামের এক ব্যাক্তিকে ৫বছর সশ্রম কারাদন্ড এবং ১০হাজার টাকা জরিমান অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত।
গতকাল বুধবার দুপুরের দিকে মেহেরপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিষয়কে মোঃ নুরুল ইসলাম ওই আদেশ দেন। সাজাপ্রাপ্ত শরিয়ত কুষ্টিয়া জেলার মীরপুর উপজেলার জুরিয়াভাঙ্গা গ্রামের শামসুদ্দীন মন্ডলের ছেলে। মামলার বিবরনে জানাগেছে ২০১১ সালের ২৬ আগষ্ট মেহেরপুর ডিবি পুলিশের একটি দল গোপন সুত্রে খবর পেয়ে মেহেরপুর কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার আকবপুর গ্রাম থেকে মোটরসাইকেল আরোহী শরিয়তকে আটক করে। এসময় তার কাছ থেকে ২শ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এঘটনায় গাংনী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯৯০ এর ১৯/১১ এর টেবিলে ক্রমিক ১(গ) ধারায় একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং ২১। তারিখ ২৬/০৮/২০১১। জি.আর কেস নং ৪৭৫/১১। সেশন কেস নং১৯/১২। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার প্রাথমিক তদন্ত শেষ করে আদালতে চার্যশীট দাখিল করেন। মামলার মোট ৭জন স্বাক্ষী স্বাক্ষ্য প্রদান করে। এতে আসামী দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাকে ৫বছরের সশ্রম কারাদন্ড এবং ১০হাজার টাকা জরিমান অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড দেন। মামলার রাষ্ট্র পক্ষে অতিরিক্ত পিপি কাজী শহীদুল হক এবং আসামী পক্ষে এ্যাড. কামরুল হাসান কৌসুলী ছিলেন।