মেহেরপুরে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজা সহ ৪ মাদক ব্যাবসায়ী আটক

 ইয়াবা

ছবি-এম এম আমজাদ:  গাঁজা সহ আটক ১জন

ইয়াবা

ছবি-এম এম আমজাদ : ইয়াবা সহ আটক ৩জন।

এম এম আমজাদ: , (১০-০৯-১৮) মেহেরপুরে ডিবি পুলিশ ইয়াবা ও গাঁজা সহ ৪ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে। ডিবি পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে এদেরকে আটক করে। আটককৃতরা হলেন শহরের বেড়পাড়ার দুখু শেখের ছেলে রাকিব, কাশ্যবপাড়ার ইউসুফ আলীর ছেলে সুমন, শেখ পাড়ার নজরুল শেখের ছেলে লিজন ও গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের মৃত বাদশা শেখের ছেলে মিনারুল ইসলাম। আটকৃকতদের কাছ থেকে ৫১ পিচ ইয়াবা ও তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়। ডিবির ওসি শাহীনুজ্জামান জানান, রবিবার মধ্য রাতে মেহেরপুর শহরের গভিপুর ব্রিজ থেকে গোপন সংবাদের ভিত্তিতে ৫১ পিচ ইয়াবা সহ তিন মাদক ব্যাবসায়ী ও গতকাল সোমবার ভোর রাতে গাংনী উপজেলার খালপাড়া থেকে ৩ কেজি গাঁজা সহ এক জনকে আটক করে ডিবির একটি টিম। পরে তাদের ডিবি কার্ষালয়ে নিয়ে আসা হয়। আটককৃতদের নামে মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হবে।

Post a Comment

Previous Post Next Post