Kbdnews॥ মেহেরপুর সদর উপজেলার সুবিদপুর গ্রামের মনিরুল ইসলামকে ৪দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার ৪দিনের রিমান্ড শেষ হলে আদালতে মাধ্যমে মনিরুলকে কারাগারে পাঠানো হয়। মনিরুল তার প্রতিবেশি সিরাজুল ইসলামের ৭ম শ্রেণীতে পড়-য়া মেয়েকে ভয়ভীতি দেখিয়ে একাধিক ধর্ষণ করলে সে গর্ভবতী হয়ে পড়ে। পরে এ ঘটনায় গত ১২ জুলাই মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে গত ১৯ জুলাই মামলার একমাত্র আসামী মনিরুল ইসলামকে আটক করে। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আহসান এ ঘটনায় আরো তথ্য জানার জন্য আদালতে রিমান্ডের আবেদন করেন। আদালত তাকে ৪দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে বেশ কিছু তথ্য পেয়েছেন বলে তিনি জানান। মনিরুল ইসলাম সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের সুবিদপুর গ্রামের মাজেদ আলীর ছেলে।