গাংনীতে জমির সীমানা নিয়ে সংঘর্ষে ২মহিলাসহ ৮জন আহত

আমিরুল ইসলাম অল্ডাম: গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের জুগিন্দা গ্রামে বাড়ির সীমানা দখল নিয়ে সংঘর্ষের ঘটনায় ২ মহিলাসহ উভয়পক্ষের ৮জন আহত হয়েছে।

আহতদের মধ্যে গুরুতর হলেন-জুগিন্দা গ্রামের রুহাব হোসেন (৫৫),মোখলেছুর রহমান (৪৫),মুর্শিদা খাতুন (২৮) ও পারুলা খাতুন (৪৮)। গুরুতর আহতদের গাংনী উপজেলা স্বাস’্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকী আহতরা স’ানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে।

স’ানীয়রা জানান,জুগিন্দা গ্রামের স্কুলপাড়ার মোখলেছুর রহমানের বাড়ির জমির ভিতর প্রতিবেশী তাহাজুল ইসলামের সীমানা প্রাচীর নির্মাণ করেছে। এনিয়ে সন্ধ্যায় মোখলেছুর রহমান প্রাচীর উঠানোর জন্য তাহাজুলকে বলতে গেলে,উভয়পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় সংঘর্ষে উভয়পক্ষের ৮জন আহত হয়। গুরুতর আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস’্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।

গাংনী থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম জানান,সংঘর্ষের বিষয়ে কোনো পক্ষ এখনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে,প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

Post a Comment

Previous Post Next Post