গাংনীর তেঁতুলবাড়ীয়া ইউপির দুর্নীতিবাজ চেয়ারম্যানের অপসারণের দাবীতে মেম্বরদের অনাস্থা প্রস্তাব

চেয়ারম্যানের

আমিরুল ইসলাম অল্ডাম ঃ গাংনীর তেঁতুলবাড়ীয়া ইউপির দুর্নীতিবাজ চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের অপসারণের দাবীতে মেম্বরদের অনাস্থা প্রস্তাব আনয়ন করা হয়েছে। ইউপির ৩ মহিলা মেম্বরসহ (সংরক্ষিত) ১১ জন মেম্বরের স্বাক্ষর সংবলিত আবেদনপত্র গাংনী উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রদান করা হয়েছ্‌।উেক্ত আবেদনের প্রেক্ষিতে আজ রোববার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আনিত অভিযোগ সকল মেম্বরদের উপসি’তিতে কারণ দর্শানোর শুনানী গ্রহণ করা হয়েছে।এক পর্যায়ে চেয়ারম্যান জাহাঙ্গীর আলম তাঁর অপরাধের জন্য ইউএনও মহোদয় ও সংশ্লিষ্ট মেম্বরদের নিকট ক্ষমা প্রার্থনা করেন।ইতোপূর্বেও পরিষদের কার্যক্রমে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতার অপরাধে বেশ কয়েকবার ক্ষমা প্রার্থনা করেছিলেন। মেম্বরদের সাথে অশালীন আচরণ, বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে ঘাপলা, ইউপি সচিবের সাথে অসদাচরণ, নির্বাচন হওয়ার পর থেকে প্যানেল চেয়ারম্যান গঠনে গড়িমসি ইত্যাদি সমস্যা আগামী ৩ কর্মদিবসের মধ্যে সমাধান করার জন্য নির্দেশ প্রদান করেন ই্‌উএনও।অন্যথায় চেয়ারম্যানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস’া গ্রহণ করা হবে বলেও হুসিয়ারী দেন।

উল্লেখ্য, নির্বাচিত হওয়ার পর থেকে পরিষদের কার্যক্রম বা বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে চেয়ারম্যানের স্বেচ্ছাচারিতা, সরকারী কোন বরাদ্দ সংক্রান্ত চিঠি গোপন রাখা, মেম্বরদের না জানিয়ে একক সিদ্ধান্তে রেজুলেশন করে বিভিন্ন দপ্তরে জমা দান,সরকারী অনুদানের অর্থে(টি,আর, কাবিখা, কাবিটা, এডিপি, ভূমি হস্তান্তর কর-১%, হাট বাজার উন্নয়র সংক্রান্ত বরাদ্দে প্রকল্প গ্রহণ,বিভিন্ন ভাতাভোগীদের নামের তালিকা প্রণয়নে একক সিদ্ধান্ত গ্রহণ, রেজুলেশন কাটাকাটি করণ,প্রকল্প বদলকরন,সর্বোপরি দীর্ঘদিনেও ইউপিতে প্যানেল চেয়ারম্যান গঠন না করার জন্য গত ১৮ জুলাই ১১ জন মেম্বরের স্বাক্ষর সংবলিত অনাস’া প্রস্তাব ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের অপসারণের দাবীতে আবেদন করা হয়।

 

Post a Comment

Previous Post Next Post