কৌশিক আহমেদ শিমুল:মেহেরপুর জেলা ডিবি পুলিশ অভিযান চালিয়ে ২ গ্রাম হেরোইনসহ ২ মাদকসেবীকে আটক করেছে। মাদকসেবীরা হলেন,শহরের বাসষ্ট্যান্ড পাড়ার দরুদ এর ছেলে নাজমুল ও কোর্ট পাড়ার খবিরের ছেলে তানসেন।
রবিবার গোপন সংবাদে জেলা ডিবি পুলিশের এস আই মেজবাহুর দারাইনের নেতৃত্বে পুলিশের একটি দল হরিরামপুর গ্রামে অভিযান চালিয়ে নাজমুল ও তানসেন নামের দু’ মাদকসেবীকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে আসে।
এদের নামে মেহেরপুর সদর থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।