কুমিল্লায় বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নুরু মিয়া নিহত

বন্দুকযুদ্ধে

বারী উদ্দিন আহমেদ বাবর, কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার জেলার সদর দক্ষিণ থানা পুলিশ ও মাদক ব্যবসায়ীদের সাথে বন্দুকযুদ্ধে শীর্ষ মাদক ব্যবসায়ী নুরু মিয়া নিহত হয়েছে। তবে তাৎক্ষনিক তার ঠিকানা পাওয়া যায়নি। সোমবার (২৮ মে) রাত সাড়ে ১২ টায় উপজেলার গলিয়ারা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

জেলা সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ- বরুড়া সার্কেল) গোলাম আম্মিয়া মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বড় চালান যাচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম গলিয়ারা এলাকার সীমান্তে গেলে পুলিশের উপসি’তি টের পেয়ে পুলিশের উপর হামলা করে মাদক ব্যবসায়ীরা। পুলিশ আত্মরক্ষায় গুলিবর্ষণ করলে নুরু মিয়া গুলিবিদ্ধ হয়। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

Post a Comment

Previous Post Next Post