ফকিরহাটে মৎস্য ঘেরে বিষ প্রয়োগে ৫লক্ষাধীক টাকার ক্ষতি

ফকিরহাট প্রতিনিধি  পি কে অলোক- :   বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা ও শুভদিয়া এলাকায় পৃথক পৃথক স্থানে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে পাঁচ লক্ষাধীক টাকার ক্ষতি সাধন করেছে অজ্ঞাত দুবৃত্তরা। এঘটনায় ভূক্তভোগী মৎস্য চাষীরা হতাশা গ্রস’ হয়ে পড়েছেন। একটি অজ্ঞাত দুস্কৃতিচক্র ধারাবাহিক ভাবে একেরপর এক এধরনের জঘন্যতম কান্ড ঘটালেও তাদের-কে আইনের আওতায় আনা সম্ভাব হয়ে উঠছেন। যে কারণে মৎস্য ঘেরে বিষ প্রয়োগে ক্ষতির প্ররিমান উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে।
জানা গেছে, বুধবার গভীর রাতে বেতাগা ইউনিয়নের চাকুলী গ্রামের মূতঃ আতিয়ার রহমানের পুত্র মোজাম্মেল হোসেন মোজাম এর বাসাবাড়ির বিলে ৩বিঘা জমিতে ধারদেনা করে লক্ষাধীক টাকার চিংড়ী ও সাদা মাছের পোনা ছাড়েন। সেই মাছ এখন অনেক বড় হয়েছে। ঘটনার দিন রাতে অজ্ঞাত একদল দুবৃত্তরা তার মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করলে চিংড়ী ও সাদা মাছ সহ প্রায় ২লক্ষাধীক টাকার ক্ষতি সাধন হয়। অপর দিকে শুভদিয়া গ্রামের ইসরাইল হোসেন তার নলেনের বিলে ৪বিঘা জমির মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে ৩লক্ষাধীক টাকার ক্ষতি সাধন করে। একেরপর এক মৎস্য ঘেরে বিষ প্রয়োগের মাধ্যমে ক্ষতি সাধন করায় তারা দিশেহারা হয়ে পড়েছে। এঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক প্রথক অভিযোগ দায়ের হয়েছে। ####

 

Post a Comment

Previous Post Next Post