স্টাফডিরপোটার: গাংনীতে ৫০ বোতল ফেন্সিডিল সহ অস্ত্র ও মাদক মামলার আসামী মুক্তাদির রহমান কাজল (৩৩) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১১ টার সময় উপজেলার মোহাম্মদপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। মুক্তাদির রহমান কাজল মোহাম্মদপুর গ্রামের শহিদুল হক সাধুর ছেলে। গাংনী থানার এস আই খালেদ বখতিয়ার ও এএসআই শরিফুল ইসলাম জানান, মুক্তাদির রহমান কাজল একটি স্কুল ব্যাগে ফেন্সিডিল পাচার করছে এমর সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার ব্যাগ তল্লাসী করে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মুক্তাদির রহমান কাজলের নামের মাদক দ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হবে। গাংনী থানার ওসি হরেন্দ্র নাথ সরকার মুক্তাদির রহমান কাজলের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা রয়েছে।