কুষ্টিয়া থেকে শরিফ মাহমুদ : কুষ্টিয়ায় বিভিন্ন ফার্মেসীতে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, কুষ্টিয়া মো. জহির রায়হান এর নির্দেশনা মোতাবেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কয়েকটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও আনরেজিস্টার্ড ঔষধ পাওয়ায় ড্রাগ এ্যাক্ট-১৯৪০ এর সংশ্লিষ্ট ধারায় অর্থদন্ড প্রদান করা হয়। একই সাথে ভবিষ্যতে এ ধরনের কর্মকান্ড থেকে বিরত থাকার পরামর্শ প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উছেন মে, ফারিয়া সুলতানা এবং এ. বি. এম. আরিফুল ইসলাম। এসময় অভিযোগকারী কর্মকর্তা হিসেবে ঔষধ তত্ত্বাবধায়ক ওয়াহিদুর রহমান, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ, বেঞ্চ সহকারী ও অন্যান্য সহকারীবৃন্দ উপসি’ত ছিলেন।
জনকল্যাণে ও জনসচেতনতায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও ভ্রাম্যমান আদালত সূত্রে জানানো হয় ৷