বারী উদ্দিন আহমেদ বাবর, কুমিল্লা প্রতিনিধি॥ :কুমিল্লায় প্রাইভেট হসপিটাল ‘কুমিল্লা টাওয়ার মেডিকেল সেন্টার’ থেকে ভুয়া চিকিৎসক মাহবুবুর রহমান (২৮)কে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। সে দাউদকান্দি হাসনপুর পূর্বপাড়া এলাকার আব্দুল মজিদ শিকদারের ছেলে। বুধবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৯ টায় নগরীর কুমিল্লা-লাকসাম সড়কের কুমিল্লা মেডিকেল সেন্টার হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ সালা উদ্দিন বলেন, ভুয়া ডাক্তার মাহবুবুর রহমান কয়েকদিন আগে কুমিল্লা মেডিকেল সেন্টার হাসপাতালে ডিউটি ডাক্তার হিসেবে নিয়োগ নেয়। নিয়োগের সময় জমা দেয়া কাগজপত্রের মূল কপি হাসপাতাল কর্তৃপক্ষ দেখতে চাইলে মাহবুবুর রহমান কালক্ষেপন করতে থাকে। পরে তাকে সন্দেহ হলে হাসপাতাল কর্তৃপক্ষ জিজ্ঞাসাবাদে একপর্যায়ে তার কোন চিকিৎসা সনদ নেই বলে জানায়। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে খবর দিলে থানার এএসআই মাসুদ একদল পুলিশ নিয়ে গিয়ে ভুয়া ডাক্তার মাহবুবুর রহমানকে গ্রেফতার করে ধানায় নিয়ে আসে। তাঁর বিরুদ্ধে মামলার প্রস’তি চলছে বলেও জানান কোতয়ালী থানার এ কর্মকর্তা।