স্টাফরিপোটার: (২২/০২/১৮ইং) মেহেরপুরে পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোনের মাধ্যমে পরীক্ষার্থীদের নকল সরবরাহ করার অপরাধে জহুরুল ইসলাম নামের এক স্কুল শিক্ষক কে আটক করেছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট দেলোয়ার হোসেন। আটক কৃত শিক্ষক জহুরুল ইসলাম গাংনী উপজেলার রুয়ের কান্দি গ্রামের আব্দুর রহিমের ছেলে ও মিকুশিশ মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক।
আজ বৃহস্পতিবার পরীক্ষা চলাকালীন সময় বেলা সাড়ে ১২ টায় তাকে কেন্দ্র থেকে আটক করেন গাংনী উপজেলার সহকারি কমিশনার(ভুমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেন।
তিনি জানান, জহুরুল ইসলাম অফিস ব্যবস’াপনা হিসেবে গাংনী উপজেলার জুগির গোফা পরীক্ষা কেন্দ্রে উপসি’ত থেকে মোবাইল ফোনের মাধ্যমে পরীক্ষার্থীদের নকল সরবরাহ করছিল । এসময় তার মোবাইল ফোনটি নিয়ে যাচাই করে পরীক্ষার প্রশ্ন ও উত্তর পত্রের সকল আলামত পাওয়া গেলে তাকে আটক করা হয়। এসময় তার মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃত জহুরুল ইসলামকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।