কেক কেটে মোবাইল ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করছেন পৌর মেয়র
মাহফুজুর রহমান রিটন।
এম,এম আমজাদ: মেহেরপুর গত (০৭-১২-১৭) মেহেরপুর জেলায় মোবাইল ব্যাংকিং সেবা প্রদানের লক্ষে মেঘনা ব্যাংক ট্যাপ এন পে’র উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ট্যাপ এন পে’র ডিষ্ট্রিবিউটর এমআরএম টেলিকম ওই অনুষ্ঠানের আয়োজন করে। মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন প্রধান অতিথি হিসেবে উপসি’ত থেকে কেক কেটে এ মোবাইল ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করেন। জেলা পার্টনার ডিষ্ট্রিবিউটর রাহিদুরজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ট্যাপ এন পে’র জোনাল হেড নাসির উদ্দিন, এমআরএম টেলিকমের স্বত্তাধকিারী মোহাম্মদ রুবেল। এজেন্টদের প্রশিক্ষন প্রদান করেন প্রতিষ্ঠানের এরিয়া সেলস ম্যানেজার আমিনুল ইসলাম। অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকার ১০০ জন এজেন্ট অংশগ্রহণ করেন।