খুলনায় এসএসসি পরীক্ষার্থী সিয়াম হত্যা মামলায় গ্রেফতার ৪

খুলনা ব্যুরো: খুলনায় খলিলুর রহমান সিয়াম (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর হত্যা মামলার চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরিও উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- রায়হান, রাব্বি, আবু সাঈদ ওরফে ছোট ও আলামিন হোসেন ওরফে ছোট রনি। গতকাল বুধবার ভোরে পৃথক স’ান থেকে তাদের গ্রেফতার করা হয়।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সিয়াম হত্যাকাণ্ডের এজাহারভুক্ত চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। আটকদের মধ্যে হরিণটানা থানার কৈয়েবাজার এলাকা থেকে দুই জনকে ও দারোগা পাড়া থেকে দুই জনকে গ্রেফতার করা হয়। হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরিও উদ্ধার করা হয়েছে।
গত মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যার পর মহানগরীর চানমারি এলাকায় সিয়ামকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস’ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৮টা ২০ মিনিটে মারা যায়। নিহত সিয়াম মহানগরীর চানমারি চতুর্থ গলি এলাকার বাসিন্দা আইনাল হকের ছেলে। সে রূপসা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। হত্যাকাণ্ডের ঘটনায় রাতে একটি হত্যা মামলা দায়ের করা হয়।

 

Post a Comment

Previous Post Next Post