কুমিল্লায় অগ্রণী ব্যাংক থেকে ৫ লাখ টাকা চুরির মূল হোতা আটক

FB_IMG_1509868816238 FB_IMG_1509868941681 FB_IMG_1509868934051
বারী উদ্দিন আহমেদ বাবর,: কুমিল্লাঃ  কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার অগ্রণী ব্যাংকের কাউন্টার থেকে এক ব্যবসায়ীর ৫ লাখ ৬৪ হাজার ছিনতাইয়ের মূল হোতাকে আটক করেছে পুলিশ। আগের মতই টাকা ছিনতািয়ের চেষ্টাকালে আজ রোববার (৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে তাঁকে গ্রেফতার করে জেলার বুড়িচং থানার দেবপুর ফাঁড়ি পুলিশ।

ওই ছিনতাইকারীর নাম আমিনুল ইসলাম সজল (৬৫)। সে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার রানাখারিয়া গ্রামের মৃত. আবদুর রশিদের ছেলে।

দেবপুর পুলিশ ফাঁঁড়ির পরিদর্শক মো. মঞ্জুর কাদের বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি মাইক্রোবাসে করে এসে সজল ও তাঁর ২ সহযোগীসহ আবারো টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। এসময় স্থানীয় জনতা সজল আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। তবে তাঁর অপর ২ সহযোগী পালিয়ে যায়।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর বুড়িচং উপজেলার নিমসার বাজার অগ্রণী ব্যাংকের কাউন্টারে স্থানীয় এক কাঁচামাল ব্যবসায়ী ৫ লাখ ৬৪ হাজার টাকা জমা দেয়ার সময় ফিল্মি স্টাইলে তাঁর ছিনতাই করে নিয়ে যায় আমিনুলসহ একটি চক্র।

Post a Comment

Previous Post Next Post