২ মাস পর লাশ উদ্ধার বন্ধুকে হত্যা করে নিজের শোয়ার ঘরের মেঝেতে পুঁতে রাখে মামুন

bondhu dhaka

KBDNEWSডেস্ক : পাবনায় মুক্তিপণের জন্য অপহরণের দুই মাস পর বন্ধুর শোয়ার ঘরের মেঝে খুঁড়ে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। জেলার সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম জানান, গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে সুজানগর উপজেলার উলাট গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত রবিউল ইসলাম (২৫) একই গ্রামের আবদুল মালেক শেখের ছেলে।

পুলিশ কর্মকর্তা রবিউল বলেন, সুজানগর সেলিম রেজা হাবিব ডিগ্রি কলেজের বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্র রবিউল গত ২০ সেপ্টেম্বর নিঁখোজ হন। এর কদিন পর রবিউলের পরিবারে কাছে মোবাইল ফোনে ৫০ লাখ টাকা মুক্তিপণ চায় অপহরণকারীরা। না দিলে তাকে হত্যার হুমকি দেয় তারা। পরে রবিউলের বাবা মালেক সুজানগর থানায় অভিযোগ দিলে পুলিশ মোবাইল ফোনের সূত্র ধরে অনুসন্ধান শুরু করে বলে জানান পুলিশ কর্মকর্তা রবিউল। তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ রবিউলের বন্ধু একই গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে মামুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। মামুনের স্বীকোরোক্তি অনুযায়ী তার শোয়ার ঘরের মেঝের মাটি খুঁড়ে রবিউলের লাশ উদ্ধার করা হয়। তাকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা করা হয় বলে মামুন স্বীকার করেছে। নিহত রবিউলের ভাই নজরুল ইসলাম ভাই হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মামুন ও রবিউল ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তারা হত্যাকারীর দৃষ্টান্তশূলক শাস্তি দাবি করেছেন। জেলার পুলিশ সুপার জিহাদুল কবির বলেন, রবিউল হত্যাকা-ের ঘটনায় পুলিশের হাতে তেমন কোনো ক্লু ছিল না। তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মামুনকে আটক করা হয়। ময়নাতদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান

Post a Comment

Previous Post Next Post