মেহেরপুরের গাংনী থেকে অস্ত্র-গুলিসহ আটক -১

04

স্টাফরিপোটার॥ মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রাম থেকে জুয়েল হোসেন (৩০) নামের একজনকে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে একটি এলজি সার্টারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে তাকে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ। আজ শনিবার কাজিপুর ডিগ্রি কলেজ মাঠ থেকে তাকে আটক করে।জুয়েল হোসেন কাজিপুর গ্রামের মুন্সিপাড়ার ইমদারুল হোসেনের ছেলে।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, কাজিপুর ডিগ্রি কলেজ মাঠে জুয়েল অবস’ান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় অস্ত্র ও গুলিসহ জুয়েলকে আটক করা হয়। তার নামে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post