কুমিল্লায় মাদকাসক্ত যুবকের আত্নহত্যা

burichong-suicide-pic-6.11.17
বারী উদ্দিন আহমেদ বাবর, কুমিল্লাঃ  কুমিল্লার বুড়িচং উপজেলায় জহিরুল ইসলাম(২৭) নামের এক মাদকাসক্ত যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার (৬ নভেম্বর) সকালে উপজেলার জিয়াপুর গ্রাম থেকে মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত জহিরুল ইসলাম উপজেলার জিয়াপুর গ্রামের হারুনুর রশিদের ছেলে ।

স্থানীয় সূত্র জানায়, রাতের যে কোন সময়ে জহিরুল ইসলাম নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় মাফলার পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সকালে ঘরের লোকজন ডাকাডাকি করলে দরজা না খোলায় পরিবারের লোকজন সন্দেহ করে জানালা দিয়ে উকি নিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে স্থানীয়রা দেবপুর পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙ্গে নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করে।

পরিবারের সদস্য ও স্থানীয় প্রতিবেশীরা জানান,নিহত জহিরুল মাদকাসক্ত ছিলো। তবে কি কারনে বা কেন আত্মহত্যা করেছে তা এখনো জানা যায় নি।

বুড়িচং থানার ইন্সপেক্টর (তদন্ত) নজরুল ইসলাম  জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সকালে কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post