কুমিল্লায় আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ: পুলিশ-সাংবাদিকসহ আহত ১২

Comilla pic-1212

বারী উদ্দিন আহমেদ বাবর, কুমিল্লা: কুমিল্লা জেলার চান্দিনায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় পুলিশ-সাংবাদিকসহ ১২ জন আহত হয়েছে। আজ সোমবার বিকেল ৩টায় চান্দিনা উপজেলা পরিষদের সামনের সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এসময় উভয় পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মো. দুলাল হোসেন, আওয়ামী লীগের নেতা মনু মিয়া প্রধান, অমল, ছাত্রলীগ নেতা সোহেল এবং পুলিশ ও সাংবাদিকসহ অন্তত ১২ জন আহত হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে উপজেলা পরিষদের সামনের সড়কে ও মহাসড়কে এক প্লাটুন অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংঘর্ষের পর কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডা. প্রাণ গোপাল দত্তের সমর্থকরা মহাসড়ক অবরোধ করে। এসময় সড়কের উভয় পার্শ্বে তীব্র যানজট সৃষ্টি হয়।

এদিকে বিকাল সাড়ে ৪টায় ডা. প্রাণ গোপাল দত্তের সমর্থকেরা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রতিবাদ সভার প্রস্তুতি নেয়। খবর পেয়ে আলী আশরাফ এমপির সমর্থকেরা সেখানে গিয়ে তাদের মারধর করে। এসময় উপজেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক সামিরুল খন্দকার রবি, সহ-সভাপতি শরীফুল ইসলাম, গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান, আর.এ কলেজ ছাত্রলীগ আহ্বায়ক মো. জামিল, পৌর ছাত্রলীগ নেতা আরমান হোসেন, শ্যামলসহ আরও অন্তত ৯ জন গুরুতর আহত হয়। সংঘর্ষ চলাকালে চান্দিনা পূর্ব বাজার আওয়ামীলীগ কার্যালয় সংলগ্ন এলাকার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের চান্দিনা মোহনা মেডিকেল সেন্টার, চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

চান্দিনা উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মো. দুলাল হোসেন ও পৌর যুবলীগ সভাপতি মো. মনির খন্দকার জানান, ‘শনিবার (২৫ নভেম্বর) প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ডা. প্রাণ গোপাল দত্তের অনুসারী চান্দিনা উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীরা উপজেলার নবাবপুরে আনন্দ র‌্যালি বের করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় ওই র‌্যালি বের করা হয়।

এসময় উপজেলা যুবলীগ যুগ্ম-আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন ও যুবলীগ নেতা বাকীর নেতৃত্বে ছাত্রলীগের র‌্যালিতে হামলা চালিয়ে ব্যানার-ফেস্টুন ছিড়ে ফেলা হয়। ওই হামলার নিন্দা জানিয়ে ডা. প্রাণ গোপাল দত্তের অনুসারী আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা সোমবার বিকালে চান্দিনা পালকি সিনামা হল এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি চান্দিনা বাজার হয়ে উপজেলা পরিষদ গেইট এলাকায় পৌঁছলে সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি গ্রুপের নেতাকর্মীরা মিছিলে হামলা চালায়।

এ ব্যাপারে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দিন মৃধা জানান, কয়েকজন পুলিশের উপর ইট পড়েছে। তবে কেউ গুরুতর আহত নয়। এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বারী উদ্দিন আহমেদ বাবর
০১৭১১-০৪১৫৩৮
২৭-১১-১৭

Post a Comment

Previous Post Next Post