অবসরপ্রাপ্ত শিক্ষক মোফাজ্জেল হক-এর লাশের পাশে আত্মিয়-স্বজনরা।
KBDNEWS(২৭-১১-১৭) : গতকাল সোমবার দুপুর ১টার দিকে মেহেরপুর সদর উপজেলার শুভরাজপুর গ্রামের আলী আকবর মাষ্টারের পিতা ও দৈনিক ইত্তেফাকের মেহেরপুর প্রতিনিধি আবু লায়েছ লাবলুর শ্বশুর কুতুবপুর হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক মোফাজ্জেল হক নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্নানিল্লাহ——–রাজিউন)। তিনি দীর্ঘদিন বিভিন্ন জটিলরোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৫ছেলে, ২ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য শুনগ্রাহী রেখে গেছেন। গতকাল সোমবার মাগরেবের নামাজ-এর পরে গ্রামের ঈদগাহ মাঠে জানাযার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে অবসরপ্রাপ্ত শিক্ষক মোফাজ্জেল হক-এর লাশ দাফন করা হয়।