মেহেরপুরে পরিবারের নিরাপত্তা ও সুষ্ঠ বিচারের দাবীতে সংনবাদ সম্মেল

meherpur_pic-1CAXRL3YY

স্টাফরিপোটার (০৫-১০-১৭) : মেহেরপুর শহরের পেয়াদা পাড়ার মৃত রেজাউল হকের ছেলে শামিম রেজা নিজে এবং তার পরিবারের সদস্যদের নিরাপত্তা ও সুষ্ঠ বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে । গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মেহেরপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার বসত বাড়ির পৈতৃক ভিটা ৬ শতক জমি । যা আমি দীর্ঘদিন ধরে বসবাস করে আসছি । আমার প্রতিবেশি মৃত নুর মহাম্মদের ছেলে রফিকুল ইসলাম সাড়ে ৪ শতক জমি তার নিজের বলে দাবী করে আসছে । এ ছাড়াও তিনি বিভিন্ন ভাবে হত্যার হুমকি দিয়েছে । এমত অবস’ায় আমি নিজেকে রড়্গার জন্য বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৪৫ ধারায় একটি মামল দায়ের করি। যার পিটিশন নম্বর- ২১৬/১৭ । বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মামলা গ্রহনের পর থানা কর্তৃপড়্গকে শানিত্ম শৃংখলা রাখার এবং ভ’মি সহকারী কর্মকর্তাকে দখল সংক্রানত্ম বিষয়ে তদনত্ম প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দেন । সেই মোতাবেক মেহেরপুর সদর থানাকে শানিত্ম শৃংখলা ভঙ্গ না হয় সেই তদনত্ম পূর্বক উভয় পড়্গকে নোটিশ দেন । এবং ভ’মি সহকারী কর্মকর্তা দখল সংক্রানত্ম বিষয়ে একটি তদনত্ম প্রতিবেদন দাখিল করেন । এ বিষয়ে আসামীরা জানতে পেরে গত ২৫/০৯/১৭ তরিখ বেলা ১১টার দিকে আমার প্রতিবেশি রফিকুল ইসলামের নেতৃত্বে ৮/১০ জন জোর পূর্বক আমার বাড়ির জমির সীমানা প্রাচির ভেঙ্গে প্রবেশ করে বসত ঘরে থাকা জিনিসপত্র ভাংচুর ও নগদ ২০হাজার টাকা লুট করে নিয়ে যায় । ওই সময় তারা বাড়ির মহিলাদের বিভিন্নভাবে হেনস’া করে এবং বাড়িতে অবস’ানকারী আমার স্ত্রী,ছেলে ও শালাকে বেপরোয়াভাবে মারধর করে । খবর পেয়ে আমি বাড়িতে প্রবেশ করলে আসামীরা আমাকে খুন করার উদ্দ্যেশে মারধর শুরম্ন করে । আমার চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে আমাকে ও আমার পরিবারের লোকজনকে উদ্ধ্‌ার করে । পরে আমাদের মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয় । সংবাদ সম্মেলনে শামিম রেজা আরও বলেন, এ ঘটনার পর থেকে আমি ও আমার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তার অভাবে আছি । যে কোন সময় আবার আমাদের উপর আসামীরা হামলা করতে পারে বলে আশংকা করছি । যে কারনে পরে আমি মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করি । তিনি লিখিত বক্তব্যে বলেন, আমার নামের রেজিস্ট্রিকৃত ৬ শতক জমি ভুল বশত প্রতিবেশি মৃত নুর মহাম্মদের নামে আর এস পতিত শ্রেণী হিসাবে রেকর্ড হলে আমি মেহেরপুর সহকারী জজ আদালতে দেওয়ানী মামলা করি । যার নম্বর-২২১/২০১৭ তারিখ-০৭-/০৯/২০১৭ । তিনি সংবাদ সম্মেলনে তার পরিবারের সদস্যদের নিরাপত্তা ও সুষ্ঠ বিচারের দাবী জানিয়েছেন । সংবাদ সম্মেলনে মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেন, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক রফিক-উল আলম, উপদেষ্টা ও কেবিডিনিউজ ডটকম ্এর সম্পাদক কারুজ্জামান খান সহ জেলায় কর্মরত ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

Post a Comment

Previous Post Next Post