মেহেরপুর ভ্রাম্যমান আদালতে ২ লাখ ৭৬ হাজার সিগারেট বিনষ্ট

Meherpur Pic-1

মেহেরপুর: সতর্ক বার্তাহীন ২ লাখ ৭৬ হাজার সিগারেট বিনষ্ট করেছেন ভ্রাম্যমান আদালত।

Kbdnews ঃ ব্রিটিশ-আমেরিকান ট্যোবাকোর মেহেরপুর পরিবেশক দেশ ট্রেড লিংকের গুদাম থেকে নতুন স্বাস’্য সতর্ক বার্তাহীন ২ লাখ ৭৬ হাজার সিগারেট বিনষ্ট করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। আজ মঙ্গলবার দুপুরে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে দেশ ট্রেড লিংকের গোডাউনে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিট্রেড মোহাম্মদ মামুন এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় দেশ ট্রেড লিংকের গোডাউন থেকে ২ লাখ ৫০ হাজার ডারবি, ২০ হাজার গোল্ডলিফ ও ৬ হাজার বেনসন সিগারেট জব্দ করে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। বিনষ্ট করা সিগারেটের আনুমানিক মূল্য ১০ লাখ টাকা।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিট্রেড মোহাম্মদ মামুন জানান, সিগারেটের প্যাকেটে স্বাস’্য সতর্ক বার্তা আপডেট না থাকায় সিগারেটগুলো বিনষ্ঠ করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এসময় সেখানে সদর থানার ওসি রবিউল ইসলাম, সিনিয়র স্বাস’্য কর্মকর্তা কাজী রওশন নাহার, জেলা স্যানিটারি পরিদর্শক তাজিমুল হক প্রমুখ উপসি’ত ছিলেন।

Post a Comment

Previous Post Next Post