কুষ্টিয়া থেকে শরিফ মাহমুদ : কুষ্টিয়ায় অপহরণের তিন দিন পর পাওয়া গেল সাগর সাহা অপি’র (১৯) লাশ। গতকাল শনিবার রাত ৮ টার দিকে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পুলিশ হরিনারায়ণপুর ইউনিয়নের শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যাক্ত বাথরম্নমের মধ্যে থেকে অপহৃত ওই কলেজ ছাত্রের লাশ উদ্ধার করে। ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ অপহৃত ওই কলেজ ছাত্রের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, অপহরণের সময় তার পরনে যে কোয়ার্টার প্যান্ট ও কালো গেঞ্জি ছিল লাশ উদ্ধারের সময়ও একই অবস’ায়ই পাওয়া যায়। গলায় দড়ি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। ঘটনাস’ল থেকে পুলিশ রক্তমাখা দড়ি উদ্ধার করেছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার হরিনারায়ণপুর বাজার থেকে সাগর সাহা অপিকে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরের দিন বৃহস্পতিবার সাগর সাহার ব্যবহৃত মোবাইল থেকে অপহরণকারীরা তিনবার ফোন করে পরিবারের কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবী করে। পুলিশ পরে অপহৃত সাগর সাহা অপি’র বাইসাইকেল, বাজারের ব্যাগ ও পায়ের স্যান্ডেল উদ্ধার করে। অপহৃত সাগর সাহা অপি খাতের আলী কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র ও লড়্গীপুর গ্রামের ব্যবসায়ী প্রদীপ সাহা’র ছেলে। ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, বুধবার রাতে সাগর সাহা বাইসাইকেলযোগে বাসা থেকে বাজার করার জন্য হরিনারায়ণপুর বাজারের উদ্যেশ্যে রওনা হয়। রাতে সে আর বাড়ি ফিরে আসেনি।
![kushtia_pic_-_sagor_saha_opi[1]](https://kbdnews.com/wp-content/uploads/2017/08/kushtia_pic_-_sagor_saha_opi1.jpg)