বৃক্ষরোপনে মাননীয় প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার পেলেন বেতাগা ইউপি চেয়ারম্যান স্বপন দাশ

 

18-1[1]

ফকিরহাট প্রতিনিধি।: বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ এবার বৃক্ষরোপনে মাননীয় প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার বঙ্গবন্ধু এওয়ার্ড ফর ওয়াইল্ড লাইফ কনজারভেশন-২০১৭ পেয়েছেন। বৃক্ষ গবেষনা, সংরক্ষন উদভাবন ও মূল্যায়ন ক্যাটাগরিতে সারাদেশের মধ্যে দ্বীতিয় স’ান অর্জন করে এই পুরস্কার পেয়েছেন। জানা গেছে, পরিবেশের ভারসাম্য রক্ষা, ভূমি ক্ষয় রোধ, অর্থনৈতিক সাবলম্বীতা, সঞ্চয় মনোভাব গড়ে তোলা, তথা ইউনিয়ন পরিষদের রাজস্ব আয় বৃদ্ধি করতে জনঅংশ গ্রহন মুলক সামাজিক বনায়ন সৃষ্টি করে একটি দৃষ্টান- স’াপন করেছেন। ১৯৯৮/৯৯অর্থ বছর থেকে ইউনিয়ন পরিষদ তথা ইউনিয়নের প্রধান প্রধান সড়ক গুলিতে গাছ লাগানোর জন্য নির্বাচন করে, রাস-া নির্বাচন, বৃক্ষ নির্বাচন, প্রশিক্ষন, পরিচর্যা প্রতিটি সমিতিকে দাড় করাতে ইউনিয়ন পরিষদ যে মহতী উদ্যোগ গ্রহন করেছেন তা প্রসংশনীয়। তার ফলশ্রুতিতে গত ১৬জুলাই সকালে ঢাকার আগারগাঁও প্রধান বন সংরক্ষক (বন ভবনে) জাতীয় বৃক্ষমেলা-২০১৭ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু তার হাতে পুরস্কার স্বরুপ সনদপত্র ক্রেষ্ট ও ২০হাজার টাকার একটি চেক প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পরিবেশ ও বন মন্ত্রনালয়ের উপ-মন্ত্রী আব্দুলা আল ইসলাম জ্যকব ও সচিব ইসতিয়াক আহম্মেদ সহ উচ্চ পর্যায়ের বিভিন্ন ব্যাক্তিবর্গ। উল্লেখ্য ১৯৯৮/৯৯সালে উক্ত চেয়ারম্যান স্বপন দাশ নিজ উদ্যোগে ইউনিয়নের প্রধান প্রধান সড়ক ও রাস-ার দুপার্শ্বে প্রায় ৬৫হাজার বনজ ও ফলজ বৃক্ষাদী রোপন করে ১৩টি বনায়ন সমিতি গড়ে তোলেন।

Post a Comment

Previous Post Next Post