বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ব্যাংকটির জড়িত কর্মকর্তাদের সনাক্ত করেছে সিআইডি।

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ব্যাংকটির জড়িত কর্মকর্তাদের সনাক্ত করেছে সিআইডি। বাংলাদেশ ব্যাংকের কয়েকজন কর্মকর্তা ও বিদেশি মিলে মোট ২৩ জনকে সনাক্ত করা হয়েছে।

গত ফেব্রুয়ারি মাসে এ চুরির ঘটনার পর থেকেই সিআইডির একটি বিশেষজ্ঞ দল তদন্তে নামে। ব্যাংকের ভেতর অনেক ইলেকট্রনিক প্রমাণ খতিয়ে দেখে তারা।

সিআইডির অতিরিক্ত ডিআইজি ও রিজার্ভ চুরি ঘটনার তদন্ত কর্মকর্তা শাহ আলম বলেন, বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তা যারা রিজার্ভ চুরিতে সহায়তা করেছেন তাদের আমরা সুনির্দিষ্টভাবে সনাক্ত করেছি।

দেশি-বিদেশি কিছু লোকের সহায়তায় তারা ব্যাংকের কম্পিউটার সিস্টেমকে শুরু থেকেই অরক্ষিত করে রেখেছিল; যা হ্যাকারদের হ্যাকিং করতে সুযোগ করে দেয়।

Post a Comment

Previous Post Next Post