বাংলাদেশ ব্যাংক এর নীতিমালা কি উপেক্ষিত মেহেরপুরে অস্বচ্ছ পন্থায় চলছে ডলার বেচাকেনা

ডলার
বাংলাদেশ ব্যাংক এর নীতিমালা কি উপেক্ষিত মেহেরপুরে অস্বচ্ছ পন্থায় চলছে ডলার বেচাকেনা

KBDNEWS : বাংলাদেশ ব্যাংকের সমস্ত নীতিমালা ও মানিলন্ডারিং আইনকে উপেক্ষা করে মেহেরপুরে একটি অসাধূ চক্র ডলার ক্রয় ও বিক্রয়ে সম্পৃক্ত আছে। ডলার লেনদেন চক্রটি নিজেদের বিভিন্ন দলীয় পুত্র পরিচয় দিয়ে প্রায় দুইযুগ মার্কিন ডলার, ইউরো, বিট্রিশ পাউন্ড, ভারতীয় রম্নপী, সৌদি রিয়াল, মালোশিয়া ইংগিত ও সিঙ্গাপুর ডলারের অনিয়মতান্ত্রিকভাবে ব্যবসা করে যাচ্ছেন। এবিষয়ে এক তথ্য অনুসন্ধানে খোজখবরে জানাগেছে মেহেরপুরের একাধিক ব্যাংকের কিছু নৈতিক বিপর্যয় কর্মকর্তা, কর্মচারী ও স’ানীয় কিছু দালাল এবং পাবলিক কিছু পাসপোর্ট ও ভিসা ব্যবসায়ী ডলার বানিজ্যের সাথে জড়িয়ে আছেন। এই সমসত্ম চিহ্নিত ডলার ব্যবসায়ীদের অনেকেই এরই মধ্যে তৈরী করেছেন আলিশান বাড়ী, গড়েছেন সম্পদের পাহাড়। এছাড়াও এই ডলার লেনদেন চক্রটির বিরম্নদ্ধে এমনও অভিযোগ পাওয়া গেছে যে তারা নাকি জাল ডলার সরবরাহ করে থাকেন। তাহলে কি শুধূমাত্র মুনাফার জন্য এই ডলার চক্রটির কাছে ডলার, বিট্রিশ পাউন্ড, সৌদি রিয়াল ও ভারতীয় রম্নপী অনিরাপদ ? বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া কোন অর্থ লেনদেন প্রতিষ্টান ডলার ভাঙ্গাবার অধিকার রাখেনা তখন কি করে এই চক্রটি ডলার ব্যবসা করে যাচ্ছেন সেটায় আজ সময়ের প্রশ্ন। উলেস্নখ্য বিগত দিনে একাধিকবার ডলার কেলেংকারীর সাথে কিছু ব্যাংক স্টাফদের সম্পৃক্ততা ও আইনী প্রক্রিয়ার সংবাদ পাওয়া গিয়েছিল। এই ডলার বানিজ্য চক্রটির বিসত্মার রয়েছে শহর ও জেলার গ্রামগুলোতে। কোন প্রবাসী বাড়ী ফিরছেন, কে বিদেশে যাচ্ছেন, কে ডলার খুজছেন, কে ডলার বেচবেন এই সমসত্ম বিষয় চক্রটির নেটওয়ার্কের মধ্যেই থাকে। যেকারনে ৭০ টাকার এক ডলার কিনে ৮০ টাকার উপরে বিক্রয় করে থাকেন। এমন করেই চক্রটি মাত্র এক ডলার ক্রয় ও বিক্রয় করে থাকেন ৪ থেকে ৭ টাকা লাভে। অন্যদিকে মেহেরপুর জেলাতে ছড়িয়ে আছে হুন্ডি ব্যবসায়ী যারা বাংলাদেশ সরকারের রাজস্বকে ফাকি দিয়ে অস্বচ্চভাবে হুন্ডির ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এ সমসত্ম ডলার ও হুন্ডির ব্যবসায়ী কারা তা আগামীতে প্রকাশ করা হবে।

Post a Comment

Previous Post Next Post