গাংনীতে কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ

meherpur_seeds__fertilizer_distribute_pic1
গাংনীতে কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ

মেহেরপুর প্রতিনিধি ঃ মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের মধ্যে প্রনোদনা কর্মসূচীর আওতায় রবি ও খরিপ-১ ২০১৬-১৭ অর্থ বছরের বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১ টার সময় গাংনী উপজেলা অডিটরিয়ামে উপজেলার ৬৭৫ জন সরিশা চাষী, ৮৫০ জন ভূট্টা চাষী ও ১০০ জন মুগ চাষীদের মাঝে বিনমূল্যে বীজ, ডিএপি ও এমওপি সার বিতরণ করা হয়েছে।
গাংনী উপজেলা কৃষি অফিস বীজ ও সার বিতরণের আয়োজন করে।
মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন প্রধান অতিথি থেকে কৃষকদের মাঝে বিনামুল্যে সরকারী বীজ ও সার বিতরণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার আরিফ উজ জামানের সভাপতিত্বে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, গাংনী উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক শফি কামাল পলাশ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার রইচ উদ্দীন।
এসময় গাংনী উপজেলা কৃষি অফিসের বিভিন্ন ওয়ার্ডের উপসহকারী কৃষি অফিসারসহ কর্মচারীরা উপসি’ত ছিলেন।

মাহবুব হাসান টুটুল

Post a Comment

Previous Post Next Post