স্টাফরিপোটার ঃ মাতৃত্বকালীন সময়ে মায়েদের ভাতা প্রদানে তাদের নামের তালিকা অর্ত্মভূক্তির কাজ শুরুহয়েছে। সোমবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে পৌর এলাকার মায়েদের নাম তালিকা করা হয়। যে সব শিশুর বয়স দুই বছরের নিচে সে সব শিশুর মায়েদের মাতৃত্ব ভাতার কার্ড দেয়া হবে। তালিকাভূক্ত মেহেরপুর পৌর এলাকার সাড়ে সাতশ’ মায়ের প্রত্যেকে প্রতি মাসে ৫শ’ টাকা করে দুই বছর এ ভাতা পাবেন।
মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের সহযোগীতায় “কর্মজীবী ল্যাকটিং মাদার সহয়তা তহবিল কর্মসূচী”র আওতায় এ ভাতা প্রদান করা হবে। নামের তালিকা প্রণয়নের সময় সেখানে উপসি’ত ছিলেন সহকারি কমিশনার আরিফ হোসেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এ.কে.এম শফিউল আজম, পৌর সভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর ফয়েজ উদ্দিন, মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম প্রমুখ।