আকাশ সংস্কৃতির আধিড়্গত্যায় মেহেরপুর থেকে সিনেমা হল ব্যবসা গুটিয়ে যাচ্ছে

আকাশ

KBDNEWS:  আকাশ সংষ্কৃতির আধিড়্গত্যায় মেহেরপুর জেলার সিনেমা হলগুলো তাদের মন্দা ব্যবসার চাপে এরই মধ্যে কমিউনিটি সেন্টারের ২য়তলে একটি সিনেমা হল বাদে প্রায় হাফ ডজন সিনেমা হল বন্ধ হয়ে গেছে। ঘরে বসে বিনোদন মোবাইল, কম্পিউটার ও আকাশ সংস্কৃতি হাতের মুঠোয় বিশ্ব হওয়াতে চলচিত্র দর্শকরা প্রেড়্গাগৃহে যেতেই ভুলে বসেছে। মেহেরপুরে একটা সময় ছিল যখন দর্শক চাহিদাকে প্রাধান্য দিয়ে প্রেড়্গাগৃহগুলো চলচিত্র প্রদর্শন করতো এমন অভিযোগ করে ৯০ দশকের এক সিনেমা দর্শক আরো জানালেন সুস’্যধারায় পরিছন্ন বিনোদনধর্মী বা কাহিনী নির্ভর সামাজিক ছবি সেইভাবে নির্মান না হওয়ায় দর্শকরা সিনেমা হলে গিয়ে হতাশা ও বিরক্ত নিয়ে ফিরে আসেন। এবিষয়ে অনুসন্ধানীতে জানাগেছে ঘুরে ফিরে একই ধরনের নিম্নমানের সসত্মা ও কুরম্নচীপুর্ন নকল ছবি প্রদর্শন করায় সিনেমা হল থেকে সরে গেছেন দর্শকরা। বিষয়টি নিয়ে আশির দশকের দর্শক তার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে বলেন একটা সময় ছিল যখন প্রেড়্গাগৃহের টিকিট পাওয়া ছিল সোনার হরিণ। তবুও টিকিট ক্রয় করে নায়ক রাজ্জাক, সোহেল রানা, ওয়াসিম, জাভেদ, আলমগীর, উজ্জল, জাফর ইকবাল, ফারম্নক,শাবানা, ববিতা, কবরী ও রোজিনার ছবি না দেখে বাড়ী ফিরে নাই। তাছাড়া তখনকার চলচিত্র হতো জীবনমুখী। তিনি আরো বলেন নেই সেই আগের পরিচালক, হয় না আর আগের মত গল্প বিন্যাস। অন্যদিকে মেহেরপুরে প্রতিটি চায়ের দোকান হয়ে পড়েছে ছোট সিনেমা হল। ঘন্টার পর ঘন্টা এই সমসত্ম চা ব্যবসায়ীরা ভারতীয় চলচিত্রসহ ধারাবাহিক নাটক প্রদর্শন করে থাকে যে কারনে সিনেমা হল থেকে দর্শকরা ফিরে আসছে।

Post a Comment

Previous Post Next Post