মেহেরপুরের নিম্ন মধ্যবিত্ত কৃষকরা ক্রমাগত লোকসানে মুলধন হারাচ্ছে

p-1[1]মুহম্মদ মহসীন,মেহেরপুরঃ : মেহেরপুর জেলার কৃষকরা কৃষিড়্গেত্রে ধারাবাহিকভাবে পিছিয়ে পড়ছে। যেকারনে ভেঙ্গে পড়ছে গ্রামীন অর্থনীতি, এসমসত্ম কৃষকদের আর্থিকভাবে বাঁচাতে সরকারী,বেসরকারী, ব্যাংক, বীমা এবং এনজিও প্রতিষ্ঠানগুলো দেখাতে পারছে না সেইভাবে সঠিক ভুমিকা। এই সমসত্ম কৃষকরা তাদের উৎপাদিত পন্যের ক্রমাগত বাজার মুল্য হারিয়ে লোকসানে হারাচ্ছে মুলধন। এবিষয়ে প্রানিত্মক ও মধ্যবিত্ত কৃষকদের সাথে কথা বলে জানাগেছে তাদের গ্রামীণ জনজীবনে ভয়াবহ অর্থনৈতিক সংকট সৃষ্টির কথা। এক অনুসন্ধানীতে দেখাগেছে কৃষকদের উৎপাদিত পন্যের লাগাতার বাজারমুল্য ধস, প্রাকৃতিক দুর্যোগ, কৃষি উৎপাদনে সহায়ক দ্রব্যমুল্যের উর্দ্ধগতি, জমির সেচকাজ শতভাগ বিদ্যুৎ সুবিধা না পাওয়া এই সমসত্ম সমস্যাগুলোই কৃষকদের ভোগানিত্ম দিচ্ছে। এদিকে শহরের ভোগ বিলাসী জীবন গ্রামাঞ্চলের কৃষকদের নির্ভরশীল হলেও ঐ কৃষকদের বাচিয়ে রাখার নীতি নির্ধারকরা শহরে বসে শত শত নীতিমালা তৈরী করলেও বাসত্মবে কোন প্রয়োগ নেই। আর তা যদি কিছুটা চালু থাকে সেটাই পেয়ে থাকেন মধ্যবিত্তের আধুনকি কৃষকরা। অপরদিকে প্রাকৃতিক দুর্যোগ,খরা, বন্যায় কৃষকরা কোনভাবেই অর্থনৈতিক মুলধারায় এগিয়ে যেতে পারছে না। যখন সবড়্গেত্রে মানুষের দৈনন্দিন ব্যয় বাড়ছে কয়েকগুন তখন সেই অনুপাতে কৃষিড়্গেত্রে অর্থনৈতিক আয় বৃদ্ধি পাচ্ছে না। এছাড়াও কৃষকদের প্রধান সমস্যা হয়ে দেখা দিয়েছে ভালমানের বীজ, সার ও কীটনাশক বিভিন্ন কোম্পানীর প্যাকেটজাত কৃষি সামগ্রী চড়ামুল্যে কিনেও সঠিকমানের তারা পাচ্ছে না। আবার কৃষি পণ্য বাজারজাত করতে গিয়েও কৃষকরা হাজারো সমস্যায় পড়েন। যেমন ব্যবসায়ীদের সিন্ডিকেট, নকল কেজি পাথরে যেনতেন ভাবে ওজনে হেরফের (চলবে)

Post a Comment

Previous Post Next Post