মেহেরপুরও হতে পারে একটি শিল্প নগরী

KBDNEWS : একটি পরিসংখ্যান বলছে মেহেরপুরে ৪৯ শতাংশ মানুষের বয়স ২৪ বছর বা তার নিচে। সুতরাং জেলাটিতে ৩ লড়্গের উপরে যুব সম্প্রদায়ের একটি বড় অংশ শিড়্গিত। অথচ প্রচুর জনশক্তি থাকলেও তরম্ননদের অর্থনৈতিক উন্নয়নের জন্য স’ানীয়ভাবে সৃষ্টি হচ্ছে না সেইভাবে কর্মসংস’ান ব্যবস’া। এটা কি রাজনৈতিক ব্যর্থতা নয়? অন্যদিকে শ্রমশক্তিতে তরম্ননদের এগিয়ে নিতে হলে আরো ভাল কাজের সুযোগ সৃষ্টি করতে হবে এবং নারীদের শিড়্গিত হওয়ার পরিবেশ সৃষ্টি করতে হবে। এদিকে নানা সম্ভাবনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, জেলাটি স্বাধীনতা যুদ্ধেও সুখ্যাতি অর্জন করেছে। এখানে জন্মেছে অনেক বিখ্যাত মানুষ তেমনি পর্যটনের সম্ভাবনাও দাড়িয়ে আছে দুপায়ে। এবিষয়ে রাজনৈতিক বিশেস্নষকরা বলছে মেহেরপুর রাজনৈতিক ভাবে অনেকটা পথ এগিয়েছে কিনত্ম এগিয়ে যেতে পারেনি শিল্প কলকারখানা। এ প্রসঙ্গে মেহেরপুর মাধ্যমিক এন্ড কলেজের প্রিন্সিপাল আকতারম্নজ্জামান বলেন উন্নয়ন কি এবং কেন, কাদের জন্য সেটা সে সমসত্ম বিষয়ে পরিকল্পিত পরিকল্পনা করে বিশাল একটি শিড়্গিত জনগোষ্টীর হাতে যোগ্যতা অনুযায়ী কাজ ধরিয়ে দিতে হবে। তিনি আরো বলেন মেহেরপুরকে এগিয়ে নিতে হলে বিসিক শিল্প নগরীকে আধুনিকায়নে সমৃদ্ধ করতে হবে। এছাড়াও আকতারম্নজ্জামান বলেন অনেক উদ্দোক্তা রয়েছে জেলাটিতে কিনত্ম বিসিক শিল্পনগরী কার্যত সেইভাবে ভুমিকা দেখাতে পারছে না।

Post a Comment

Previous Post Next Post