গোদাগাড়ীতে হাঁস পালন করে স্বাবলম্বী মুক্তা

রাজশাহী প্রতিনিধি : হাঁস পালন করে স্বাবলম্বী হয়ে উঠেছে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার শফিউল আলম মুক্তা। লেখাপড়া শেষ করে চাকরির জন্য অপেক্ষা না করে নিজকে স্বাবলম্বী করতে শুরু করে কৃষি কাজ। পেঁপের বাগান করে সাফল্যর মুখ দেখতে না পেলেও থেমে থাকেনি সে। তার স্বপ্ন ছিল কৃষি কাজ করে নিজকে স্বাবলম্বী করে তোলা। তার স্বপ্নকে মনের ভিতর লালন করে বসে থাকেনি সে। সংগ্রাম চালিয়ে গেছে। পদ্মা নদী থেকে মাছের ডিম ধরে বিলের খাঁড়িতে মাছের পোনা তৈরি শুরু করে। তাতে তেমন সফলতা না পেয়ে মাছের পোনা তৈরির পাশাপাশি অবশেষে ঐ খাঁড়িতে হাঁস পালন শুরু করে। উপজেলার পিরিজপুর গ্রামের হাঁস পালনকারী শফিউল আলম মুক্তার সাথে কথা বলে জানা যায়, সে ইন্ডিয়ান রানার জাতের প্রতিটি হাঁসের বাচ্চা ১৭ টাকা দরে ৫শটি হাঁসের বাচ্চা ৮ হাজার ৫শ টাকায় কিনে হাঁস পালন শুরু করে। প্রতিদিন হাঁসকে ভুট্টার ময়দা, খুদ ও ধানের গুঁড়া খাবার হিসাবে দেয়। এ হাঁস ১শ দিন পালনের পর দুই থেকে আড়াই কেজি হলে তা বিক্রি করা হবে। ৫শ হাঁসের জন্য ১শ দিনে খাবার লাগবে প্রায় ২০ হাজার টাকা। হাঁসের পরিচর্চা করার জন্য প্রতি মাসে ৪ হাজার টাক বেতনে একজন শ্রমিক রাখা আছে। সব মিলিয়ে হাঁস পালনে খরচ হবে প্রায় ৪১ হাজার টাকা। ১শ দিন পর হাঁস বিক্রি করে তার আয় হবে প্রায় ১ লাখ ২৫ হাজার টাকা। এতে তার লাভ হবে প্রায় ৮৪ হাজার টাকা। শফিউল আলম মুক্তা বলেন, যদি সে সরকারিভাবে সহোযোগিতা পাই তাহলে সে এলাকার শিক্ষিত বেকার যুবকদের স্বাবলম্বী করতে কাজ করে যাবে।

Post a Comment

Previous Post Next Post