বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : অর্থমন্ত্রী

KBDNEWS :  যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে গচ্ছিত বাংলাদেশ ব্যাংকের অর্থ হাতিয়ে নেয়া এবং এ ঘটনায় বাংলাদেশ ব্যাংকের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। গতকাল রোববার সচিবালয়ে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, দেড় মাস আগে রিজার্ভ হ্যাকের ঘটনা ঘটলেও আমাকে তা জানানো হয়নি। বাংলাদেশ ব্যাংকের এ ধরনের ভূমিকায় আমি আনহ্যাপি। আমাকে না জানানোর যে ধৃষ্টতা বাংলাদেশ ব্যাংক দেখিয়েছে ও নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে যে ভীষণ অদক্ষতার পরিচয় দিয়েছে সে জন্য অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, আমি এখন এ বিষয়ে কোনো মন্তব্য করব না। আজ (রোববার) বিকেলে কিংবা কাল (সোমবার) সকালে এ বিষয়ে আমি একটি বিবৃতি দেব। তবে এর আগে বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করব আমি।

এক প্রশ্নের জবাবে মুহিত বলেন, ঘটনাটি সাইবার ক্রাইম হওয়া অপ্রত্যাশিত নয়। আমাদের সাইবার ক্রাইম প্রোটেকশন প্রোগ্রাম ফ্লপ করেছে। উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি সুইফট ম্যাসেজিং সিস্টেম হ্যাকিংয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ একাউন্ট থেকে ৮১ মিলিয়ন ডলার ফিলিপাইনের একটি ব্যাংকে সরিয়ে ফেলা হয়। ফিলিপাইনের ‘দ্য ডেইলি ইনকোয়ারার’ পত্রিকায় গত ২৯ ফেব্রুয়ারি এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি তখন জানাজানি হয়।

Post a Comment

Previous Post Next Post