কুমারখালীতে পুকুর থেকে মুয়াজ্জিন’র লাশ উদ্ধার

 

kushtia Emam pic 11-06-19

ছবির শরিফ মাহমুদ : পুকুরের পানিতে এ ভাবেই ভাসছে আলতাফ হোসেন’র লাশ

কুষ্টিয়া থেকে শরিফ মাহমুদ :  কুষ্টিয়ায় পুকুর থেকে আলতাফ হোসেন (৬৮) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এদিকে পুলিশ আরো জানায় গতকাল মঙ্গলবার দুপুরে কুমারখালী উপজেলার গোবিন্দপুর এলাকার একটি পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়।
আলতাফ গোবিন্দপুর এলাকার মৃত পাচু সরদারের ছেলে এবং স’ানীয় মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করতেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরে আলতাফ হোসেনের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স’ানীয়রা। তবে এখানো জানা সম্ভব হয়নি কি কারনে মারা গেছে।
পরে পুলিশ ঘটনাস’ল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

কুষ্টিয়ার সাবেক এমপি পুত্র আকিব ঢাকায় সড়ক দুর্ঘটনায় নিহত

kushtia pic 110-6-19

ছবির শরিফ মাহমুদ : আকিব আহম্মেদ রেজার এই ছবিটি এখন শুধুই স্মৃতি

কুষ্টিয়া থেকে শরিফ মাহমুদ:  কুষ্টিয়ার দৌলতপুর আসনের সাবেক সংসদ সদস্য রেজা আহম্মেদ বাচ্চু মোল্লার ছোট ছেলে আকিব আহম্মেদ রেজা (২৪)। ঢাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার ভোরে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের কাছে একটি দ্রুতগামী ট্রাকের চাপায় তিনি নিহত হন।
নিহতের পরিবার সূত্র জানায়, আকিব রেজা ঈদের ছটি শেষে দৌলতপুর থেকে নৈশ কোচে ভোরে ঢাকায় পৌঁছান। নৈশকোচের ভেতর ভুলে ব্যাগ রেখে ঢাকার কল্যাণপুরে নেমে মোহাম্মদপুরে নিজ বাসায় পৌঁছায়।
বাসায় গিয়ে তার ব্যাগের কথা স্মরণ হলে মোটরসাইকেল যোগে আকিব রেজা কল্যাণপুরে যাওয়ার পথে দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস’লেই তিনি নিহত হন এবং মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়।

এদিকে বিএনপি নেতা রেজা আহমেদ বাচ্চু মোল্লার ছেলে সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার খবর দৌলতপুর ছড়িয়ে পড়লে তারাগুনিয়া নিজ বাসভবনে বিএনপি দলীয় নেতাকর্মীসহ সর্বসাধারণ ভিড় করে। এ সময় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
নিহত আকিব রেজা বেসরকারী ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।
মরহুমের মরদেহ হেলিকাপ্টার যোগে তারাগুনিয়াতে নেওয়া হবে। বাদ আসর তারাগুনিয়া ফুটবল মাঠে জানাযার নামাজ শেষে দাদার কবরের পাশে তাকে সমাহিত করা হবে পারিবারিক সূত্রে জানা গেছে।

 

Post a Comment

Previous Post Next Post